নবান্ন ও উত্তরকন্যা স্কলারশিপ সম্পূর্ণ তথ্য আবেদন পদ্ধতি | Nabanna or Uttarkanya Scholarship 2023

নবান্ন স্কলারশিপ ২০২২ (Nabanna Scholarship 2023) বা উত্তরকন্যা স্কলারশিপ ২০২৩ (Uttarkanya Scholarship 2023) – আবেদনের যোগ্যতা, স্কলারশিপের পরিমান, আবেদনের শেষ তারিখ, আবেদন পদ্ধতি, প্রয়োজনীয় কাগজপত্র ইত্যাদি বিষয়ে বিস্তারিত জানুন। ছাত্রছাত্রীরা পাবেন 10 হাজার টাকা।

নবান্ন বা উত্তরকন্যা স্কলারশিপ হাইলাইটস (Highlights)

(১) উচ্চ-মাধ্যমিক স্তর থেকে স্নাতকোত্তর পর্যন্ত মেধাবী শিক্ষার্থীদের জন্য।

(২) যে সমস্ত ছাত্রছাত্রী কোনো সরকারি অথবা বেসরকারি সংস্থার কাছ থেকে স্কলারশিপ পাচ্ছে, তারা এই স্কলারশিপের জন্য যোগ্য নয়।

(৩) আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে।

Table Of Contents
  1. নবান্ন বা উত্তরকন্যা স্কলারশিপ হাইলাইটস (Highlights)
  2. নবান্ন স্কলারশিপ বা উত্তরকন্যা স্কলারশিপ কি? | What is Nabanna or Uttarkanya Scholarship?
  3. নবান্ন স্কলারশিপ ২০২৩: গুরুত্বপূর্ণ কিছু তথ্য
  4. নবান্ন স্কলারশিপ ২০২৩: যোগ্যতা (Eligibility Criteria)
  5. নবান্ন স্কলারশিপ ২০২৩ আবেদন পদ্ধতি (Application Precess)
  6. নবান্ন স্কলারশিপ ২০২৩ আবেদনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র (Documents):
  7. আবেদন পত্র পাঠানোর ঠিকানা:
  8. FAQ: বহুল জিজ্ঞাসিত প্রশ্নসমূহ

নবান্ন স্কলারশিপ বা উত্তরকন্যা স্কলারশিপ কি? | What is Nabanna or Uttarkanya Scholarship?

নবান্ন স্কলারশিপ বা উত্তরকন্যা স্কলারশিপ উভয়ই একই স্কলারশিপ, শুধু নামে তারা আলাদা। প্রতি বছর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল থেকে উচ্চ-মাধ্যমিক, স্নাতক বা তার পরবর্তী স্তরে পড়াশোনা করার ক্ষেত্রে দক্ষিনবঙ্গের ছাত্রছাত্রীদের নবান্ন স্কলারশিপ প্রদান করে। এই স্কলারশিপ উত্তরবঙ্গের ছাত্রছাত্রীদের কাছে উত্তরকন্যা স্কলারশিপ নামে পরিচিত। এটি তিনটি স্তরে বিভক্ত –

  • উচ্চ-মাধ্যমিক স্তর (H.S. Level)
  • স্নাতক স্তর (U.G. Level)
  • স্নাতকোত্তর স্তর (P.G. Level)

নবান্ন ও উত্তরকন্যা স্কলারশিপ ২০২৩

বিষয়তথ্য
স্কলারশিপের নামনবান্ন স্কলারশিপ বা উত্তরকন্যা স্কলারশিপ
আবশ্যিক যোগ্যতামাধ্যমিক পাশ, উচ্চমাধ্যমিক পাশ ও কলেজ পড়ুয়া
স্কলারশিপের পরিমাণ10,000/- টাকা
আবেদন মাধ্যমঅফলাইন (Offline)

নবান্ন স্কলারশিপ ২০২৩ আবেদনের শেষ তারিখ:

নবান্ন স্কলারশিপ বা উত্তরকন্যা স্কলারশিপ ২০২৩ -এর আবেদনের নির্দিষ্ট কোনো শেষ তারিখ নেই। কোর্সে ভর্তির পরেই সাধারণত আবেদন করতে হয়। তবে এই বছর ৩১ শে ডিসেম্বর ২০২৩ এর মধ্যে আবেদন পত্র পাঠাতে হবে।

নবান্ন স্কলারশিপ ২০২৩: গুরুত্বপূর্ণ কিছু তথ্য

Scheme Name (প্রকল্পের নাম)Nabanna Scholarship / Uttarkanya Scholarship
Launched by (চালু করা হয়েছে)মমতা ব্যানার্জি, Chief Minister of West Bengal 
Beneficiaries (সুবিধাভোগী)পশ্চিমবঙ্গের আর্থিকভাবে পিছিয়ে পরা ছাত্রছাত্রীদের জন্য
Objective (উদ্দেশ্য)শিক্ষার প্রাশার ও ছাত্রছাত্রীদের আর্থিক সহায়তা দেওয়া
Application Method (আবেদন পদ্ধতি)অফলাইন (Offline)
Official website (সরকারী ওয়েবসাইট)http://wbcmo.gov.in/
Provider (প্রদানকারী)Backward Classes Welfare Department, Government of West Bengal
টেলিফোন(033)2214-5555, 2214-3101
E-mailcm@wb.gov.in

নবান্ন স্কলারশিপ ২০২৩: যোগ্যতা (Eligibility Criteria)

  1. আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে।
  2. আবেদনকারী শিক্ষার্থীর বাৎসরিক পারিবারিক আর ৬০,০০০ টাকা বা তার কম হতে হবে।
  3. যদি কোনো শিক্ষার্থী অন্য কোন স্কলারশিপের অনুদান পেয়ে থাকেন তবে সে এই স্কলারশিপের আবেদনের যোগ্য নন।
  4. আবেদনকারী শিক্ষার্থীকে অবশ্যই পশ্চিমবঙ্গের কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে যথাক্রমে উচ্চ-মাধ্যমিক বা স্নাতক বা স্নাতকোত্তর স্তরে ভর্তি হতে হবে।
স্তরন্যূনতম নম্বর
উচ্চ-মাধ্যমিক স্তরমাধ্যমিক স্তরে ৬৫ শতাংশ নম্বর
স্নাতক স্তরউচ্চমাধ্যমিক স্তরে ৬০ শতাংশ নম্বর
স্নাতকোত্তর স্তরস্নাতক স্তরে ৫৫ শতাংশ নম্বর

নবান্ন স্কলারশিপ ২০২৩ আবেদন পদ্ধতি (Application Precess)

নবান্ন স্কলারশিপ ২০২৩ বা উত্তরকন্যা স্কলারশিপ ২০২৩ উভয় স্কলারশিপের আবেদন পদ্ধতি সমান। আবেদন করতে পারবেন সরাসরি অফলাইনের মাধ্যমে।

  • নবান্ন স্কলারশিপ বা উত্তরকন্যা স্কলারশিপের আবেদনপত্রটি উপরের লিঙ্ক থাকে ডাউনলোড করতে হবে। এরপর তা একটি A4 সাইজের কাগজে প্রিন্ট আউট করে নিতে হবে।
  • প্রিন্ট আউট করা আবেদনপত্রটি সঠিকভাবে পূরণ করতে নিতে হবে। আবেদনপত্রটির নির্দিষ্ট স্থানে আবেদনকারীর একটি পাসপোর্ট সাইজের ফটো লাগাতে হবে।
  • আবেদনপত্রের পাশাপাশি সেল্ফ ডিক্লারেশন ফর্ম বা স্ব-ঘোষণাপত্র ফর্মটিও প্রিন্ট আউট করে পূরণ করতে হবে।
  • আপনার এলাকার MLA-এর Recommendation Certificate বা এম.এল.এ সুপারিশ করা শংসাপত্র নিতে হবে।
  • যেকোন গ্যাজেটেড অফিসার বা গ্রুপ-এ অফিসারের কাছ থাকে পারিবারিক বার্ষিক আয়ের শংসাপত্র নিতে হবে।

উপরে উল্লিখিত সমস্ত ডকুমেন্টগুলি গ্রুপ-এ গ্যাজেটেড অফিসার দ্বারা প্রত্যয়িত (Attested) করতে হবে। আবেদনপত্রের সাথে প্রত্যয়িত করা নথিপত্র সংযুক্ত করে নির্দিষ্ট অফিসে জমা দিতে হবে। কেবল আবেদনকারী নিজে অথবা অভিভাবক এই ফর্ম জমা দিতে পারবেন। আবেদনপত্র জমা দিতে হবে সরাসরি অফিসে গিয়ে।

নবান্ন স্কলারশিপ ২০২৩ আবেদনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র (Documents):

  • শেষ পরীক্ষার ফলাফলে কপি;
  • পারিবারিক ইনকাম সার্টিফিকেট;
  • MP/MLA এর রেকোমেন্ডেশন লেটার (ছাত্রছাত্রীর পারিবারিক আয় লেখা থাকবে);
  • ছাত্রছাত্রীর স্ব-ঘোষণাপত্র (বর্তমানে ভর্তি হওয়া কোর্সের বিবরণ, সরকারী বা প্রাইভেট কোনো স্কলারশিপ পেয়েছে কিনা উল্লেখ থাকবে এবং শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানের স্বাক্ষর থাকবে);
  • ছাত্রছাত্রীর ব্যাঙ্ক পাশবুকের প্রথম পাতার জেরক্স কপি;
  • ভর্তি ফি বা টিউশন ফি -এর রসিদের জেরক্স কপি;

বি.দ্র. – জেরক্স কপিগুলি যেকোন গ্যাজেটেড অফিসার বা গ্রুপ-এ সরকারী অফিসার দ্বারা অ্যাটেস্টেড করতে হবে।

আবেদন পত্র পাঠানোর ঠিকানা:

উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের ক্ষেত্রে দুটি ভিন্ন জায়গায় আবেদন করতে হবে।

নবান্ন স্কলারশিপ – দক্ষিণবঙ্গের ছাত্রছাত্রীদের আবেদনপত্র পাঠানোর ঠিকানা

Department of CMRF Scholarship, Chief Minister’s Office : ‘NABANNA’ 325, Sarat Chatterjee Road, Howrah – 711 102

উত্তরকন্যা স্কলারশিপ – উত্তরবঙ্গের ছাত্রছাত্রীদের আবেদনপত্র পাঠানোর ঠিকানা

Department of CMRF Scholarship, Office of the Chief Minister’s Mini Secretariat, ‘UTTARKANYA’, New Satellite Township, Fulbari, Near NJP Station, Jalpaiguri

নবান্ন স্কলারশিপ বা উত্তরকন্যা স্কলারশিপ ২০২৩: গুরুত্বপূর্ণ লিঙ্ক (Important links)

Join Our Official TELEGRAM CHANNEL >> CLICK HERE

Nabanna/Uttarkanya Scholarship Official Website (সরকারী ওয়েবসাইট) >> CLICK HERE

FAQ: বহুল জিজ্ঞাসিত প্রশ্নসমূহ

নবান্ন স্কলারশিপ কত টাকা (scholarship amount) পাওয়া যাবে?

প্রতি বছর ১০,০০০ টাকা। তবে তা কোর্সের উপর নির্ভরশীল।

নবান্ন স্কলারশিপ ২০২৩ আবেদনের শেষ তারিখ (last date) কবে?

নবান্ন স্কলারশিপ ২০২৩ বা উত্তরকন্যা স্কলারশিপ ২০২৩ এর আবেদনের নির্দিষ্ট কোনো শেষ তারিখ নেই। কোর্সে ভর্তির পরেই সাধারণত আবেদন করতে হয়।

নবান্ন স্কলারশিপ ২০২৩ আবেদনের পদ্ধতি কি?

এই স্কলারশিপের জন্য অফলাইনে আবেদন করতে হয়। A4 সাইজের একটি পেপারে আবেদন লিখতে হয় এবং আবেদন পত্র সহ কাগজ পত্রগুলি পোষ্টের মাধ্যমে বা নিজে গিয়ে জমা দিয়ে আসতে হয়।

নবান্ন স্কলারশিপ 2023-24-এর জন্য “নবান্ন অফিসে” ফর্ম জমা দেওয়ার শেষ তারিখ কী?

NABANNA অফিসে নবান্ন বৃত্তির ফর্ম জমা দেওয়ার শেষ তারিখ 31 শে জানুয়ারী, 2024

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *