পশ্চিমবঙ্গ SC/ST ছাত্রছাত্রীদের জন্য শিক্ষাশ্রী (Sikshashree) স্কলারশিপ ২০২৩

এই স্কলারশিপের আওতায় পশ্চিমবঙ্গের তপশিলি জাতি ও উপজাতি শ্ৰেনীর পঞ্চম থেকে অষ্টম শ্ৰেনীতে অধ্যায়নরত সকল পড়ুয়া এই স্কলারশিপের সুবিধা পাবে। ২০১৪ সালে এই শিক্ষাশ্ৰী প্ৰকল্প চালু হয়।

শিক্ষাশ্রী (Sikshashree) স্কলারশিপ হাইলাইটস (Highlights)

••• পঞ্চম থেকে অষ্টম শ্রেণীর পড়ুয়ারা এই স্কলারশিপ জন্য আবেদন করতে পারে।

••• আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে।

••• পরিবারের বার্ষিক আয় ২.৫ লক্ষ্য টাকার কম হতে হবে।

Table Of Contents
  1. শিক্ষাশ্রী (Sikshashree) স্কলারশিপ হাইলাইটস (Highlights)
  2. শিক্ষাশ্ৰী‌ স্কলারশিপ (Sikshashree Scholarship) কি ?
  3. পশ্চিমবঙ্গ শিক্ষাশ্রী স্কলারশিপ ২০২৩
  4. শিক্ষাশ্রী (Sikshashree) স্কলারশিপ ২০২৩: গুরুত্বপূর্ণ কিছু তথ্য
  5. শিক্ষাশ্ৰী প্ৰকল্পের গুরুত্ব বা উদ্দেশ্য:
  6. শিক্ষাশ্ৰী স্কলারশিপ ২০২৩ বাৎসরিক বৃত্তির পরিমান:
  7. শিক্ষাশ্রী স্কলারশিপ ২০২৩: যোগ্যতা (Eligibility Criteria)
  8. শিক্ষাশ্ৰী প্ৰকল্প ২০২৩ আবেদন পদ্ধতি (Application Precess)
  9. শিক্ষাশ্ৰী প্ৰকল্প ২০২৩ ফৰ্ম ফিলাপ পদ্ধতি:
  10. শিক্ষাশ্ৰী প্ৰকল্প ২০২৩ আবেদনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র (Documents):
  11. শিক্ষাশ্রী স্কলারশিপ ২০২৩: Last Date of Application
  12. FAQ: বহুল জিজ্ঞাসিত প্রশ্নসমূহ

শিক্ষাশ্ৰী‌ স্কলারশিপ (Sikshashree Scholarship) কি ?

অৰ্থনৈতিক সমস্যায় কোনো শিশুই শিক্ষালাভের দিক থেকে পিছিয়ে থাকবে না আর। প্ৰতিটি শিশুই শিক্ষার আলো দেখবে। এ জন্য পশ্চিমবঙ্গ সরকার একাধিক প্ৰকল্প চালু করেছেন সমাজে পিছিয়ে পড়া এবং অনগ্ৰসর শ্ৰেনীর জন্য। যার মধ্য রয়েছে কণ্যাশ্ৰী, খাদ্যশ্ৰী, ঐকশ্ৰী ইত্যাদি প্ৰকল্প। রাজ্য সরকার তপশিলি জাতি ও উপজাতি সম্প্ৰদায়ের ছাএছাত্ৰিদের শিক্ষালাভের বিষয়টিকেও গুরুত্ব সহকারে বিবেচনা করেছেন। আদিবাসি উন্নয়ন দপ্তরের উদ্দ্যোগে এই শিক্ষাশ্ৰী প্ৰকল্পের সুযোগ সুবিধা পৌঁছে দেওয়া হয় সকল তপশিলি জাতি ও উপজাতি সম্প্ৰদায়ের ছাএছাত্ৰিদের কাছে। পঞ্চম থেকে অষ্টম শ্ৰেনীর পড়ুয়ারা আবেদন করতে পারবে দুরকম ভাবে – (১) অনলাইন, ও (২) অফলাইন -এর মাধ্যমে। আবেদনকারীর ব্যাঙ্ক আকাউন্ট থাকা আব্যশিক। বাৎসরিক অনুদান সরাসরি ব্যাঙ্ক আকাউন্টে পৌঁছে যাবে আবেদনকারীর। কীভাবে আবেদন করবে? কত টাকা পাবে ? কী কী ডকুমেন্ট লাগবে ? তা নিচে বিস্তারিত আলোচনা করা হল।

পশ্চিমবঙ্গ শিক্ষাশ্রী স্কলারশিপ ২০২৩

বিষয়তথ্য
স্কলারশিপের নামপশ্চিমবঙ্গ শিক্ষাশ্রী স্কলারশিপ
আবশ্যিক যোগ্যতাপঞ্চম থেকে অষ্টম শ্রেণীর পড়ুয়া
স্কলারশিপের পরিমাণ৫০০ টাকা – ৮০০ টাকা
আবেদন মাধ্যমঅনলাইন (Online) অথবা অফলাইন (Offline)

শিক্ষাশ্রী (Sikshashree) স্কলারশিপ ২০২৩: গুরুত্বপূর্ণ কিছু তথ্য

Scheme Name (প্রকল্পের নাম)“SIKSHASHREE”
Launched by (চালু করা হয়েছে)মমতা ব্যানার্জি, Chief Minister of West Bengal in 2014
Beneficiaries (সুবিধাভোগী)পশ্চিমবঙ্গের সংখ্যালঘু ছাত্রছাত্রীদের জন্য স্কলারশিপ
Objective (উদ্দেশ্য)রাজ্যের সংখ্যালঘু সম্প্রদায়ের শিক্ষার প্রাশার
Official website (সরকারী ওয়েবসাইট)http://www.anagrasarkalyan.gov.in/
Provider (প্রদানকারী)Backward Classes Welfare Department, Government of West Bengal

শিক্ষাশ্ৰী প্ৰকল্পের গুরুত্ব বা উদ্দেশ্য:

তপশিলি জাতি ও উপজাতি পরিবারের পড়ুয়াদের স্কুলছুটের প্ৰবনতা রুখতে এবং তাদেরকে শিক্ষার মূল শ্ৰোতে ফিরিয়ে আনাই এই প্ৰকল্পের মূল লক্ষ। পশ্চিমবঙ্গ সরকার অনগ্ৰসর পরিবারগুলিকে অৰ্থনৈতিক ভাবে সচ্ছল করার উদ্দেশ্যে বহু প্ৰকল্প চালু করেছেন। কিছু প্ৰকল্প সৰ্বসাধারনের জন্য, আবার কিছু প্ৰকল্প বিশেষ কিছু জনজাতি ও জনগোষ্ঠীর মানুষদের জন্য। প্ৰত্যেক প্ৰকল্পের উদ্দেশ্য হল বিশেষ কিছু মানুষকে তার সুযোগ‌ করে দেওয়া। তেমনই তপশিলি জাতি ও উপজাতি সম্প্ৰদায়ের অৰ্থনৈতিক দিকটিকে গুরুত্ব দিয়ে পশ্চিমবঙ্গ সরকার শিক্ষাশ্ৰী প্ৰকল্প চালু করেন।

শিক্ষাশ্ৰী প্ৰকল্পের আৰ্থিক সাহায্যে পড়ুয়ারা পড়াশোনার জন্য নানা রকম খরচ করতে পারে। স্কুলগুলি শিক্ষার খরচ বহন করলে ও শিক্ষাক্ষেত্রে নানারকম খরচ হয়ে থাকে। সেখানে অনগ্ৰসর পরিবারের খরচ করার সামৰ্থ হয় না এর ফলে স্কুল ছুটের প্ৰবনতা বাড়ে। এবং তারা স্কুল জীবন ছেড়ে নানারকম কাজে বেরিয়ে পড়ে, তাদের আর স্কুলে পড়া হয় না। তাই পশ্চিমবঙ্গ সরকার এই সুন্দর প্ৰকল্পের সাহায্যে কিছুটা হলেও অনগ্ৰসর পরিবারের পড়ুয়াদের সুবিধা করে দেয়।

শিক্ষাশ্ৰী স্কলারশিপ ২০২৩ বাৎসরিক বৃত্তির পরিমান:

শ্ৰেনীকত টাকা
পঞ্চম শ্ৰেনী৫০০ টাকা
ষষ্ট শ্ৰেনী৬৫০ টাকা
সপ্তম শ্ৰেনী৭০০ টাকা
অষ্টম শ্ৰেনী৮০০ টাকা

এবার জেনে নেওয়া যাক এই প্ৰকল্পের সুবিধা কারা পেতে পারে ?

শিক্ষাশ্রী স্কলারশিপ ২০২৩: যোগ্যতা (Eligibility Criteria)

১) তপসিলি জাতি ও উপজাতির পঞ্চম থেকে অষ্টম শ্রেণীর সমস্ত পড়ুয়ারা এই শিক্ষাশ্ৰী প্রকল্পের জন্য আবেদন করতে পারবে ।

২) আবেদনকারিকে সরকারি স্কুলেই পড়াশোনা করতে হবে।

৩) অবশ্যই সেই পড়ুয়াকে পশ্চিমবঙ্গের বাসিন্দা হতে হবে।

৪) বার্ষিক আয় আড়াই লক্ষ টাকার কম হয়।

৫) আবেদনকারি এই প্রকল্পের সুবিধা নিলে ওই সময় জন্য আর অন্য কোনো সরকারি বৃত্তির আবেদন করতে পারবেনা।

৭) আগের বছরের পরীক্ষায় উত্তীর্ণ ছাত্রছাত্রীরাই কেবলমাত্র শিক্ষাশ্ৰী প্ৰকল্পের সুবিধা পাবে।

৮) আবেদনকারীর নিজস্ব একটি ব্যাংক অ্যাকাউন্ট থাকা প্রয়োজন।

চলো এবার আমরা জেনে নেব শিক্ষাশ্ৰী প্ৰকল্পের আবেদন পদ্ধতি সম্পর্কে –

শিক্ষাশ্ৰী প্ৰকল্প ২০২৩ আবেদন পদ্ধতি (Application Precess)

শিক্ষাশ্ৰী প্ৰকল্প দুরকম পদ্ধতিতে আবেদন করা যায়।

যথা :

  1. অনলাইন
  2. অফলাইন

শিক্ষাশ্ৰী প্ৰকল্প ২০২৩: অনলাইন আবেদন পদ্ধতি (Online Application Precess)

(১) তুমি যদি অনলাইন-এ ফর্ম ফিলাপ করতে চাও তো পশ্চিমবঙ্গ সরকারের অনগ্রসর কল্যান দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। তার জন্য শিক্ষাশ্ৰী স্কলারশিপের লিংকটি নিচে দিয়ে দেওয়া হলো, আপনি লিংকটি মাধ্যমে সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটে পৌঁছাতে পারেন। অথবা লিংকটি কপি করে গুগল ব্রাউজার এ গিয়ে পেস্ট করে খুলে নিন।

সরকারী ওয়েবসাইট লিংক: http://www.anagrasarkalyan.gov.in/

(২) এরপর আপনাকে শিক্ষাশ্ৰী স্কলারশিপ অ্যাপ্লিকেশনে ক্লিক করতে হবে।

(৩) একটি উইন্ডো খুলবে সেখানে আবেদনকারীর কিছু তথ্য লাগবে। ইউজার টাইপ, আবেদনকারীর জেলার নাম, সাব ডিভিশনের নাম, ব্লক অথবা মিউনিসিপ্যালিটির নাম, স্কুলের নাম এবং ইউজার আইডি ও পাসওয়ার্ড দিতে হবে।

(৪) এরপর সবকিছু ঠিকমতো দেওয়া হয়ে গেলে লগইন -এ ক্লিক করুন।

(৫) লগইন করলে একটা ড্যাশবোর্ড খুলবে, তার বাঁদিকে শিক্ষাশ্ৰী প্ৰকল্পের আবেদনপত্রটি দেখতে পাবে।

(৬) কিভাবে আবেদনপত্র পূরণ করবে নিচে তা বিস্তারিত আলোচনা করা হলো।

শিক্ষাশ্ৰী প্ৰকল্প ২০২৩: অফলাইন আবেদন পদ্ধতি (Offline Application Precess)

অফলাইনে শিক্ষাশ্ৰী প্ৰকল্পের ফৰ্মটি আবেদন করা খুবই সহজ।

(ক) প্রথমে, এই শিক্ষাশ্ৰী প্রকল্পের ফর্ম ফিলাপের জন্য তোমার নিজস্ব বিদ্যালয়ে গিয়ে যোগাযোগ করতে হবে।

(খ) পড়ুয়াদের জমা দেওয়া আবেদনপত্র গুলি বিদ্যালয় কতৃপক্ষ যাচাই করে দেখব। তারপর জমা দেওয়া সমস্ত তথ্যগুলি এক সঙ্গে নিয়ে মহকুমা অফিসের মাধ্যমে জেলার প্রকল্প আধিকারিকের কাছে পাঠাবেন অর্থ বরাদ্দ করার জন্য ।

(গ) পড়ুয়াদের আব্যশই নিজস্ব ব্যাংক অ্যাকাউন্ট থাকা দরকার কারণ ব্যাংক অ্যাকাউন্টটেই পাঠানো হবে পড়ুয়াদের টাকা।

এরপর জানা যাক কিভাবে তুমি ফর্ম ফিলাপ করবে।

শিক্ষাশ্ৰী প্ৰকল্প ২০২৩ ফৰ্ম ফিলাপ পদ্ধতি:

১:- প্রথমে ফ্রমটির উপরে New এবং Renewal Option আছে। তুমি যদি ফ্রমটি প্রথমবার ফিলাপ করো তাহলে তুমি “New Option” -এ টিক মার্ক দেবে।

তুমি যদি আগে একবার ফর্ম ফিলাপ করে থাকো তাহলে “Renewal Option”-এ টিক দেবে।

২:- প্রতিটি লেখা Block letter বা বড় হাতের লিখতে হবে (English)।

৩:- আবেদনকারীর এককপি পাসপোর্ট সাইজ এর ফটো লাগবে।

৪:- তারপর আবেদনকারীর নাম, বাবার নাম, Male না Female, dath of birth , মোবাইল নম্বর, এবং কি জাতি SC নাকি ST সেটি টিক দেবে। এগুলো সঠিক ভাবে লিখবে। তারপর Subcaste দিতে হবে তোমাদেরকে।

৫:- এরপর Village, Post Office, Police Station, District, State সঠিক ভাবে লিখবে।

৬:- এরপর তোমার অভিভাবকের Detail দিতে হবে – অভিভাবকের নাম, কি কাজ করেন (Occupation) এবং ঠিকানা দিতে হবে।

৭:- এরপর খুবই গুরুত্ব পূর্ন জিনিস Bank Details। এটি কিন্তূ তোমাকে একদম সঠিক ভাবে লিখতে হবে। ব্যাঙ্কের নাম , ব্ৰাঞ্চের নাম, অ্যাকাউন্ট নম্বর , IFSC কোড,MICR Number এগুলো সব ব্যাংক পাস বই এর প্রথম পাতায় পেয়ে যাবে।

৮:- এরপর তুমি কোন স্কুলে পড়ো, কিসে পড়ো, স্কুলের ঠিকানা, এবং তুমি কোন দিন addmission হয়েছিলে সেই তারিখটা দিতে হবে।

৯:- তুমি যদি আগের বছর স্কলারশিপ পেয়ে থাকো তো তার amount এবং detail দিয়ে দেবে।

১০:- তারপর তোমার বাবার বার্ষিক আয় লিখবে। তারপর তোমার অভিভাবকের সাক্ষর এবং singnature of applicant -এ তোমার সাক্ষর করতে হবে।

১১:- পিছনের পাতায় কোনো কিছু ফিলাপ করতে হবে না অঞ্চল প্রধান ফিলাপ করে দেবে। এখানে সব কিছু খুব সুন্দর করে কিভাবে ফর্মটি ফিলাপ করবে তা লিখে দেওয়া হলো তবুও যদি কিছু বুঝতে অসুবিধা হয় তো কমেন্ট করতে পারো।

এবার জেনে নেওয়া যাক কি কি প্রমাণপত্র জমা দেওয়া বাধ্যতামূলক।

শিক্ষাশ্ৰী প্ৰকল্প ২০২৩ আবেদনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র (Documents):

শিক্ষাশ্ৰী প্ৰকল্পের আবেদনপত্র জমা দেওয়া সময় কিছু নথি আবেদনপত্রের সাথে জমা দিতে হবে, সেগুলো কি কি দেখে নাও –

  1. আবেদনকারীর আধার কার্ড;
  2. কাস্ট সার্টিফিকেট;
  3. স্কুল সার্টিফিকেট;
  4. আবেদনকারীর পাসপোর্ট সাইজের ছবি;
  5. পারিবারিক আয়ের প্রমানপত্র;
  6. ব্যাঙ্ক অ্যাকাউন্টের যাবতীয় তথ্য (যে কোন রাষ্ট্রীয় ব্যাংকের একটি Savings Bank Account)

শিক্ষাশ্রী স্কলারশিপ ২০২৩: Last Date of Application

শিক্ষাশ্রী প্ৰকল্পের জন্য অনলাইন ও অফলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। অনলাইনে আবেদনের শেষ তারিখ অক্টোবর, ২০২২

পশ্চিমবঙ্গ শিক্ষাশ্রী স্কলারশিপ ২০২৩: গুরুত্বপূর্ণ লিঙ্ক (Important links)

Join Our Official TELEGRAM CHANNEL >> CLICK HERE

Sikshashree Scholarship Portal (সরকারী ওয়েবসাইট) >> CLICK HERE

Sikshashree Application form 2022 >> CLICK HERE

FAQ: বহুল জিজ্ঞাসিত প্রশ্নসমূহ

কেমন ধরনের ভাতা মিলবে এই প্রকল্পের আওতায় ?

৫০০ টাকা – ৮০০ টাকা বৃত্তি মিলবে এই প্রকল্পের আওতায়।

শিক্ষাশ্ৰী প্ৰকল্পের জন্য কোথায় যোগাযোগ করতে হবে ?

আবেদনকারীকে নিজস্ব বিদ্যালয়ে যোগাযোগ করতে হবে।

শিক্ষাশ্ৰী প্ৰকল্পের সুবিধা কারা পেতে পারে ?

SC/ST সম্প্রদায়ের পঞ্চম থেকে অষ্টম শ্রেণীর পড়ুয়ারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *